Monday, April 20, 2015

অধিকাংশ নারীরাই একজন ফোটোগ্রাফারকে তাদের বয়ফ্রেন্ড হিসেবে পছন্দ করে কেন?

অধিকাংশ নারীরাই একজন ফোটোগ্রাফারকে তাদের বয়ফ্রেন্ড হিসেবে পছন্দ করে কেন?

নারীদের উপরে একটি গবেষণা করে যদি জিজ্ঞাসা করা যে কেমন ধরনের বয়ফ্রেন্ড
তারা পছন্দ করেন তাহলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর দিবেন, এমন একজনকে তারা বয়ফ্রেন্ড হিসেবে পেতে চান যে তাদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিতে পারে। কেননা নারীরা ছবি তুলতে পছন্দ করেন এবং তা যদি হয় তার বয়ফ্রেন্ডের হাতের তোলা তাহলে তো কোনো কথাই নেই। ফোটোগ্রাফার বয়ফ্রেন্ড চাওয়ার কিছু কারণ ব্যাখ্যা করা যেতে পারে।


কারণ :
- ফোটোগ্রাফাররা চিন্তা চেতনায় সুন্দর হয়ে থাকেন। অনেকটা শৈল্পিক মনোভাবাপন্ন ফোটোগ্রাফাররা একজন নারীকে আকর্ষণ করা যথেষ্ট গুণাবলী ধারণ করে থাকেন। তাদের চলাফেরা, সৃজনশীল চিন্তা নারীদের মুহূর্তেই আকর্ষিত করে। ফলে একজন নারী তার বয়ফ্রেন্ড হিসেবে ফোটোগ্রাফারকেই বাছঅই করতে পছন্দ করেন।
- শিল্পীজ্ঞানসম্পন্ন সৃজনশীলতা নারীদের আকর্ষণ করে। ফলে এটি মূল একটি কারণ।
- প্রায় প্রতিটি নারীই ছবি তুলতে পছন্দ করেন। তাই আন্তরিকতার সাথে একটি ভালো ছবি ফোটোগ্রাফার বয়ফ্রেন্ড ছাড়া আর কেউই তুলতে পারেন না। এর ফলেও নারীরা চান তার বয়ফ্রেন্ড যেন একজন ভালো ফোটোগ্রাফার হোন।
- ফোটোগ্রাফাররা যাযাবরের মত দিনাতিপাত করেন। আর প্রতিটি নারীই এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন। তবে বিয়ের পরে এই ধরনের অ্যাডভেঞ্চার নারীরা খুব কমই পছন্দ করে থাকেন।

- স্বাধীন ও মুক্ত চিন্তার অধিকারী ফোটোগ্রাফাররা নারীদের মুগ্ধ করার মত আকর্ষণীয় কথা বলতে পারেন। ফলে নারীরাও পছন্দ করেন এমন মনমুগ্ধকর বাচনভঙ্গিকে। ধন্যবাদ

No comments:

Post a Comment