![]() |
Rules of Passage Narration |
1. প্রথমত, পুরো Passage টি পড়ে কে Speaker এবং কে Audience তা চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর Mood বা ক্রিয়ার ধরন চিহ্নিত করতে হবে।
2. Direct Speech এর ক্ষেত্রে Reporting Verb টি বাক্যের মাঝে বা শেষে থাকলে Indirect করার ক্ষেত্রে অবশ্যই Direct Speech কে Sentence এর শুরুতে আনতে হবে।
3. বক্তা যদি পুরো Passage এ একাধিক উক্তি ব্যবহার করে থাকেন তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তি গুলোর ক্ষেত্রে হবে-
a. Assertive Sentence এর ক্ষেত্রে: added/further added/also said ইত্যাদি ব্যবহার করতে হবে।
b. Interrogative Sentenceএর ক্ষেত্রে: again asked/further asked/also asked ইত্যাদি ব্যবহার করতে হবে।
c. Imperative Sentence এর ক্ষেত্রে: and Requested /and ordered to ব্যবহার করতে হবে।
d. Optative Sentence এর ক্ষেত্রে: and prayed/and wished that ব্যবহার করতে হবে।
e. Exclamatory Sentence এর ক্ষেত্রে: and exclaimed in joy that/ in grief that ব্যবহার করতে হবে।
4. Direct Speech এ Reported Speech এ যদি Yes উল্লেখ থাকে তাহলে Indirect Speech করার সময় যথাক্রমে Replied in the Affirmative that/ answered in the positive that ব্যবহার করতে হবে এবং No এর ক্ষেত্রে Replied in the negative that ব্যবহার করতে হয়।
5. Direct Speech এ sir থাকলে indirect Speech এ Sir এর পরিবর্তে Respectfully বা Addressing as sir ব্যবহার করতে হয়।
Addressing as
6. Direct Speech এ যদি কাউকে Address বা সম্বোধন করা হয় তাহলে Addressing as দিয়ে Indirect Speech শুরু করতে হয়।
7. Direct Speech এ যদি by Allah, by God, by
8. Inverted Comma (“ ”) এর বাহিরে কোন Clause অথবা Phrase থাকলে তা কোন পরিবর্তন না হয়েই Sentence এর শুরুতে বসবে। এক্ষেত্রে যদি Present Participle অংশ থাকে তাহলে তা শুরুতে বসবে।
9. Direct Speech এ যদি Affirmative Sentence হওয়া স্বত্ত্বে ও কোন Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে তাহলে বুঝতে হবে উক্ত চিহ্ন দ্বারা অবাক বা বিস্ময় প্রকাশ করা হয়েছে তাই Indirect Speech এর ক্ষেত্রে Reporting verb এর পূর্বে Being Surprisedলিখতে হবে এবং Reporting verb টিকে ask/asked দ্বারা পরিবর্তন করতে হবে।
10. Direct Speech এ যদি Subject উল্লেখ না থাকে তাহলে Indirect Speech এ বক্তার ক্ষেত্রে the speaker এবং শ্রোতার ক্ষেত্রে the listener ব্যবহার করতে হয়।
khub valo
ReplyDelete