এর Narration পরিবর্তন
Rule-1: Assertive Sentence কে Indirect Narration করার সময় ঃ
(i) Reporting verb-say/said পরিবর্তিত হয়ে Tell/Told হয় (যদি Object থাকে, এক্ষেত্রে Tell/Told এর পরে to বসে না),কিন্তু যদি Object না থাকে, তবে Reporting verb টি অপরিবর্তিত থাকে +
(ii) Inverted Comma উঠে গিয়ে that বসে +
(iii)Reported Speech এর পরিবর্তিত Subject +Verb +বাকি অংশ বসে।
Examples:2. Direct
Indirect: Worthy told Limon that she was going to
3. Direct
Indirect: Saniya said that she had had a beautiful garden.
Rule-2: “Innovative Focus on -3rd Person”-Direct Narration এ Reported Speech এর অন্তর্গত 3rd Person কখনও কখন ও Indirect Narration এ First/Second Person এ পরিবর্তিত হয়।
Examples:
1. Direct
Indirect: My tutor spoke about me that I would stand first in the examination.
2. Direct: My mother said about you, “His behavior is good.”
Indirect: My mother told about you that your behavior was good.
Rule-3: Future Tense এর পরিবর্তন Conditional সাপেক্ষ। অর্থাত্ Shall/Will এর পরিবর্তে Indirect Speech এর সময় Subject এর পরে would বসিয়ে বাকী অংশ বসাতে হয়।
Examples: 1. Direct
Indirect: Shame told me that she would do it.
Rule-4: Reporting verb টি যদি Present Tense বা Future Tense হয়, তবে Reported Speech এর Adverb এবং Tense এর কোন পরিবর্তন হয় না। অর্থাত্ শুধুমাত্র Reported Speech এর Person পরিবর্তন হয়।
Examples:
1. Direct
Indirect: Limon says that he is well now.
Rule-5: কিন্তু Reporting Verb টি Past tense হইলে Reported Speech এর Verb এর tense পরিবর্তিত হয়।
1. Direct
Indirect: Shame told Nabil that she had been a student.
Instruction-1: Direct Narration এ Reported Speech এ যদি “We”থাকে এবং “We” দ্বারা যদি “মানব জাতি” বুঝালে Indirect Narration এ উক্ত “We” এবং Tense অপরিবর্তিত থাকে।
Example: 1. Direct
Indirect: The teacher told the students that we are mortal.
Instruction-6: “We” দ্বারা বক্তা (Speaker) এবং যাকে উদ্দেশ্য করে (Person Spoken to) উভয়কে বুঝায় অর্থাত্ Reporting verb এর Subject বা Object এর যে কোন একটি First Person (I, Me, My, We, Us, Our) হলে Indirect Narration এ উক্ত “We’’ এবং We পরিবারের Person (Us, Our, Ours) অপরিবর্তিত থাকে, কিন্তু Tense ও Adverb পরিবর্তিত হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে Reporting verb এর subject/object এর যেকোন একটি 1st person বা চিরন্তন সত্য বাক্য হলে Reported speech এর We বা We পরিবার বর্গের পরিবর্তন হয় না।
Examples:
Indirect: Riya told me that we should do our duty.
Instruction-7: কিন্তু Reporting verb এর Subject বা Object হিসাবে First Person ভিন্ন অন্য Person (He,
Examples:
1. Direct
Indirect: Tultul told him that they had completed it.
No comments:
Post a Comment